রাজশাহীর পবা থানার তরফ পারিলা এলাকায় থেকে নগদ অর্থ ও তাসসহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে এ অভিযান চালায় পবা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন শহিদুল্লাহ (৪২), লতিফ ইসলাম শুকট (৪০), শফিকুল (৪৫), জিনদার আলী (৩০), রুস্তম আলী (৪২), দূর্জয় (১৯), মিঠু (৪২), সাইদুর রহমান (৫৭), রহিদ (৩৫)।
নগর পুলিশ জানায়, আজ বুধবার সকালে পবা থানা পুলিশের একটি দল থানা এলাকায় ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পবা থানাধীন তরফ পারিলা এলাকায় কয়েকজন জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানা পুলিশের ঐ টিম সকাল সাড়ে ৭ টায় পবা থানাধীন তরফ পারিলা এলাকায় এলাকায় অভিযান করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পবা থানায় জুয়া আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।