নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা থানা পুলিশ অভিযান চালিয়ে নওহাটা মাদ্রাসা মোড় এলাকায় থেকে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম খোয়াজ আলী । তিনি রাজশাহী মহানগরীর পবা থানার মহানন্দ খালী গ্রামের তছির মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, খোয়াজ আলীর বিরুদ্ধে রাজশাহী’র পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা নিয়ে পলাতক ছিলো। গতকাল রাতে পবা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খোয়াজ আলীকে নওহাটা মাদ্রাসা মোড় থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।