আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ। এদিন সকালে পশ্চিমাঞ্চলের একটি আসনের জন্য আসনপ্রত্যাশীরা ৮৮১ বার চেষ্টা করেছেন। বিক্রি শুরুর প্রথম ৩০ মিনিটে ঢাকা থেকে বহির্গামী সাড়ে ১২ হাজারের বেশি আসন বিক্রি হয়েছে। সারা দেশে বিক্রি হয়েছে সাড়ে ১৭ হাজারের বেশি টিকিট।
শনিবার (৩০ মার্চ) দুপুরে বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভির একটি দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, ওয়েবসাইট ও অ্যাপ মিলে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এক কোটি ২৩ লাখ বার হিট করেছেন আসনপ্রত্যাশীরা। এসময় বিক্রি হচ্ছিল পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের আসন। এসবের মধ্যে ১০ শতাংশের মতো হিট ঢাকার বাইরের আসনের জন্য হয়েছে।
সূত্রের তথ্যমতে, ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের আসন সংখ্যা প্রায় ১৬ হাজার। এবং পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরুর প্রথম ৩০ মিনিটে আসনপ্রত্যাশীরা হিট করেছেন এক কোটি ২৩ লাখ বার। এর মধ্যে ১০ শতাংশ হিট (১২ লাখ ৩০ হাজার) ধরা হয়েছে ঢাকার বাইরের। এই ১০ শতাংশ বাদ দিয়ে হিসাব করে দেখা গেছে ঢাকা থেকে প্রতিটি আসনের জন্য ৮৮১ বার হিট করা হয়েছে।
শেষ দিনে আড়াই ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২২ হাজার আসন বিক্রি
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ৭ম দিনের মতো (শেষ দিন) আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এদিন সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আড়াই ঘণ্টায় পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের ২২ হাজার ৪৬৬টি আসনের টিকিট বিক্রি হয়েছে। এছাড়া ঢাকা থেকে বহির্গামী ১৪ হাজার ১টি আসন বিক্রি হয়েছে।