• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

পুলিশ দেখে ফেন্সিডিল রেখে পালালো মাদক কারবারীরা

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীর মতিহার থানা পুলিশ খোঁজাপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। সোমবার দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে । তরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা ফেন্সিডিল রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ওই ফেন্সিডিল উদ্ধার করে।

নগর পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত ভোর সাড়ে ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হকের তত্ত্বাবধানে পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মতিহার থানার খোঁজাপুর এলাকায় এক মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম ভোর ৫ টায় মতিহার থানার খোঁজাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।এসময়  ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে  খাদেমুল ইসলাম পালা (৪৫) একটি  বস্তা ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে আসামির ফেলে যাওয়া বস্তা থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।


আরো খবর