• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন রাজশাহীতে ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ রংপুর বিভাগীয় সমিতির সভাপতি ডা. মতিউল, সম্পাদক সাংবাদিক সাজু রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা রাজশাহীতে ৫ রত্নগর্ভা মাকে ও দুই সংগ্রামী নারীকে সম্মাননা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

পোরশায় পাঁচ মাদক সেবনকারী আটক

পোরশা প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ১৮ মে, ২০২৪

 নওগাঁর পোরশায় ৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও  ৪ লিটার বাংলা মদ সহ চার মাদক সেবনকারীকে আটক করেছে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহলদল।
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার মুনসেদ আলী জানান, শুক্রবার দিবাগত রাতে আরআইবি (এফএস) সদস্য দিদার হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে নিতপুর  বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে একটি টহল দল বিওপি হতে আনুমানিক ০৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ কোনে এবং সীমান্ত মেইন পিলার ২২৯ থেকে ৩ কিলোমিটার পূর্ব  দিকে  বাংলাদেশের অভ্যন্তরে সোহাতি মোড়ে অভিযান পরিচালনা করে মাদক সহ চার ব্যাক্তিকে আটক করেছেন।
আটককৃতরা হলেন পোরশা হাড়িপাড়া গ্রামের মুগোলের ছেলে তাপস প্রামানিক (২৯), দিঘিপাড়া গ্রামের মৃত গোলাফ্ফরের ছেলে মুসা শাহ্ (৩০), পোরশার আহম্মেদ আলীর ছেলে আবু মুসা (৩৫) ও মহাদেবপুর উপজেলার দরিয়াপুর গ্রামের মৃত নারায়ন চন্দ্রের ছেলে সাধন চন্দ্র (৩০)। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার শীতলী এলাকা হতে রাশিদুল ইসলাম(৩২) নামে এক মাদক সেবনকারীকে ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করেছে বিজিবি টহলদলের সদস্যরা। সে নিতপুর বড়বাগান এলাকার নাসিরুললের ছেলে। তাকেও থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি কতৃপক্ষ জানান।


আরো খবর