• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

পৌনে ৪ কোটি টাকার অনুদান বিতরণ

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

প্রশাসনে চাকরিরত অবস্থায় সরকারি কর্মচারীর মৃত্যু ও আহতদের মাঝে পৌনে ৪ কোটি টাকার অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে ৫০ জনকে ৩ কোটি ৭৪ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। এ সময় ৪৪ জনকে ৮ লাখ করে, পাঁচ জন ৪ লাখ করে এবং একজনকে ২ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারী মারা গেলে তার পরিবারের সদস্যরা আর্থিক অনুদান পান ৮ লাখ টাকা। আর গুরুতর আহত হয়ে কেউ স্থায়ীভাবে অক্ষম হলে তার পরিবারের সদস্যরা পান ৪ লাখ টাকা। আগে এই অনুদানের চেকের জন্য সংশ্লিষ্ট দফতরে ঘুরতে হতো বিপদগ্রস্ত পরিবারকে। এখন দ্রুত সময়ের মধ্যে সহজ প্রক্রিয়ায় এই চেক হস্তান্তর করা হচ্ছে।


আরো খবর