প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদ। শুক্রবার সকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে তিনি নগরীর লক্ষীপুর মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি বাবু অনিল কুমার, রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বদরুজ্জামান রবু, রাজশাহী জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের মহিলা বিষক সম্পাদক পূর্ণিমা ভট্টাচার্য, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মেহবুব হাসান রাসেল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক মোস্তাক হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক শরিফুল ইসলাম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক আফজাল হোসেন বকুল, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল মোহামুদ, মুজাহিদ হোসেন মানিক, সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, সেজানুর রহমান সেজান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সাগর প্রমুখ।