সংবাদ বিজ্ঞপ্তি
স্থানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন-১ এর মাধ্যমে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এলআইএলজি) কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘সিটি কর্পোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ’ কর্মসূচি ঢাকায় এনআইএলজিতে অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে রাজশাহী সিটি কর্পোরেশনের নব নির্বাচিত কাউন্সিলরবৃন্দ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ২৩-২৭ সেপ্টেম্বর পাঁচ দিনের এ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দুইদিন ঢাকায় এনআইএলজিতে পরবর্তী দুইদিন মাঠ পর্যায়ে সিলেট সিটি কর্পোরেশনে এবং শেষ দিন এনআইএলজিতে অনুষ্ঠিত হবে। এ দিকে সম্প্রতি খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ ‘সিটি কর্পোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনে আসেন।
রাসিকের নবনির্বাচিত ও পুনরায় নির্বাচিত কাউন্সিলরবৃন্দের মধ্যে যারা এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় গমণ করেছেন তারা হলেন: রাসিকের সংরক্ষিত ওয়ার্ড -১ মোসাঃ তাহেরা খাতুন, সংরক্ষিত ওয়ার্ড -২ মোসাঃ শিউলি খাতুন, সংরক্ষিত ওয়ার্ড -৩ মোসাঃ সেবুন নেসা, সংরক্ষিত ওয়ার্ড -৪ আলতাফুন নেছা, সংরক্ষিত ওয়ার্ড -৫ মোসাঃ সামসুন নাহার, সংরক্ষিত ওয়ার্ড ৬ মোসাঃ মমতাজ মহল, সংরক্ষিত ওয়ার্ড-৭ সুলতানা আহমেদ সাগরিকা, সংরক্ষিত ওয়ার্ড -৮ মোসাঃ নাদিরা বেগম, সংরক্ষিত ওয়ার্ড-৯ মোসাঃ ফেরদৌসী, সংরক্ষিত ওয়ার্ড-১০ সুলতানা রাজিয়া, ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুজ্জামান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জানে আলম খান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাস আলী সরদার, প্যানেল মেয়র- ১ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবদুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদত আলী শাহু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাতাব হোসেন চৌধুরী, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরমান আলী, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ-আল-মাহামুদ লুকেন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আকতারুজ্জামান, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুল হাসান (বাচ্চু), ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহের হোসেন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে কাউন্সিলরবৃন্দের সঙ্গে রয়েছেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ও দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা জুবায়ের হোসেন মুন।