অবশেষে শুরু হলো রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারের কাজ। চার বছর থমকে থাকার পর নানা এ শহিদ মিনারের কাজের উদ্বোধন করা হয়েছে। রাজশাহী নগরীর সার্ভে ইন্সটিটিউটের জায়গায় পূর্ব নির্ধারিত স্থানে কেন্দ্রীয় এ শহিদ মিনার নির্মাণ করছে রাজশাহী জেলা পরিষদ।
২০২০ সালের ১৬ ডিসেম্বর এই স্থানে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রয়াত প্রধান প্রসিকিউটর ভাষাসৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্রে পুরাতন সার্ভে ইন্সটিটিউটের প্রায় ১ একর জায়গাজুড়ে প্রায় ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারটি।
কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে শনিবার বেলা ১১টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল উপস্থিত থেকে শহিদ মিনারের কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মজিবুল হক বকু, বীর মুক্তিযোদ্ধা আইয়ুবুর রহমান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সুশান্ত সরকার, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বদিউজ্জামান খায়ের সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় নির্মাণ কাজের উদ্বোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন বক্তারা বলেন, রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার পরিপ্রেক্ষিতে কয়েক বছর আগে ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু যেস্থানে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, সেখানেই এর নির্মাণকাজ শুরু হলো। ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু আজ আমাদের কাছ থেকে চির বিদায় নিয়েছেন। কিন্তু তাঁর সংগ্রামী জীবনের অংশ হিসেবে এই কাজটিও আমাদের মাঝে চির অমর হয়ে থাকবে।