বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে বাংলাদেশ আজ (মঙ্গলবার) হোম ম্যাচে কিংস অ্যারেনায় ফিলিস্তিনের বিপক্ষে পয়েন্ট হাতছাড়া করেছে। ইনজুরি সময়ে এক গোল হজম করে হেরেই মাঠ ছেড়েছে জামাল ভূঁইয়ার দল।
ম্যাচের পুরো ৯০ মিনিট ভালোই খেলেছে বাংলাদেশ। তবে ইনজুরি সময়ের ৪ মিনিটে রক্ষণের এক ভুলেই নিশ্চিত হয় পরাজয়। এই ভুলে অনেকে ডিফেন্ডারদের মনসংযোগ ঘাটতিকে দায়ী করছেন। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছেন ভিন্ন কথা, ‘এটা মনোযোগের ঘাটতি নয়। কখনও আপনি প্রত্যাশা অনুযায়ী ফল পাবেন, কখনও পাবেন না। এটা হতাশাজনক। আসলেই আজ তাদের চেয়েও আগে আমাদের গোল প্রাপ্য ছিল। পয়েন্ট না পাওয়ায় অবশ্যই হতাশ।’
বাংলাদেশ পাঁচদিন আগেই কুয়েতে পাঁচ গোলে হেরেছিল এই ফিলিস্তিনের বিপক্ষে। সেই ফিলিস্তিনকে আজ প্রায় রুখেই দিচ্ছিল ঘরের মাঠে। দুই ম্যাচের তারতম্য সম্পর্কে কোচের মূল্যায়ন, ‘প্রথম লেগে আমরা হাই ডিফেন্ডিং করেছি, সেট পিস…এ ধরনের পরিস্থিতি দ্বিতীয় লেগে আমরা এড়াতে পেরেছি, আপনারা দেখেছেন। ৯৪তম মিনিট পর্যন্ত আমরা রক্ষণ জমাট করে রেখেছিলাম। প্রথম লেগে আমরা ৪০ মিনিট রক্ষণ জমাট রেখেছিলাম, আজ ৯৪ মিনিট পর্যন্ত পেরেছি।’
বাংলাদেশ আজও ম্যাচ হেরেছে। তবে পারফরম্যান্সের জন্য কোচের মুখে প্রশংসার বাণীই শুনেছেন শিষ্যরা, ‘আপনাদেরকে এর চাপ ও অ্যাটেনশন বুঝতে হবে। ফিলিস্তিনের বিপক্ষে যারা ফিফা র্যাঙ্কিংয়ে ৯৭তম স্থানে আছে, তাদের বিপক্ষে পয়েন্ট পাওয়ার জন্য যতটা সম্ভব চেষ্টা করেছি আমরা, যেটা আমাদের মান দেখাচ্ছে।’ পাশাপাশি তিনি দল নিয়ে গর্বিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন, ‘আমাদের দল নিয়ে গর্বিত হওয়া উচিৎ, বিশেষ করে প্রথমার্ধে আমরা জমাট ছিলাম। যদিও ওরা বল পজিশনে এগিয়ে ছিল, কিন্তু আমরা আধিপত্য করেছি, ভীত ছিলাম না। পরিস্থিতি ভালোভাবে সামাল দিয়েছি। অনেকগুলো কর্নার পেয়েছিল ওরা, সেগুলোও আমরা ভালোভাবে ডিফেন্ড করেছি। শেষ দিকে আমরাও কিছু সুযোগ পেয়েছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি।’
ম্যাচে স্বাগতিক গোলরক্ষক মিতুল মারমা আহত হয়ে মাঠ ছাড়েন। এরপরই গোল হজম করে বাংলাদেশ। গোলরক্ষক নিয়ে কোচ বলেন, ‘মাসের পর মাস সে (মিতুল) পারফর্ম করছে। সে ওই পর্যায়ে আছে। মিতুল আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ৯৫ মিনিট পর্যন্ত আমরা পয়েন্ট পাওয়ার জন্য লড়াই করেছি।’
পরবর্তীতে মিতুল মারমাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে তেমন গুরুতর সমস্যা হয়নি, তার পানিশূন্যতা ধরা পড়েছে। খানিকটা বিশ্রাম নিয়ে হোটেলের উদ্দেশ্য রওনা হয়েছেন মিতুল।