• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

ফের মুখোমুখি হচ্ছেন বাইডেন-ট্রাম্প

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

২০২০ সালের এই দুই প্রতিদ্বন্দ্বী আবারো মুখোমুখি হতে যাচ্ছেন। ৭০ বছরের ইতিহাসে  এমন ঘটনা এটিই প্রথম। এই গ্রীষ্মে দলীয়ভাবে তাদের মনোনয়ন দেওয়া হবে।

৮১ বছর বয়সী প্রেসিডেন্ট মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ভোটাররা তাকে পুনরায় নির্বাচনের মঞ্চে ফিরিয়ে আনায় তিনি সম্মানিত বোধ করছেন।

তিনি নির্বাচনী প্রচারণার এক বিবৃতিতে বলেন, আমি বিশ্বাস করি, ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে আমেরিকান জনগণ আমাদের বেছে নেবে।

ক্ষমতায় থাকা বাইডেন স্বাভাবিকভাবেই সুবিধা পেয়েছেন। ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দৌড়ে তাকে খুব বেশি কাঠখড় পোড়াতে হয়নি।

অন্যদিকে ৭৭ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান ভোটারদের কাছে বেশ জনপ্রিয়। এ কারণেই তিনি একের পর এক প্রাইমারিতে জিতেছেন।

মঙ্গলবার রাতে আসা ফল অবাক করার মতো কিছু ছিল না। কারণ দুজনই মনোনয়ন দৌড়ে শুরু থেকেই আধিপত্য দেখিয়ে আসছেন।


আরো খবর