• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

বাগমারায় চাঁদাবাজ চক্রের মুল হোতাসহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

যানবাহণে চাঁদাবাজির অভিযযোগ বাগমারা থেকে এ চক্রের মূলহোতাসহ ৫ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাাহী র‌্যাব-৫ সদর কোম্পানীর একটি দল বাগমারার ভবানীগঞ্জ পৌরসভা চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো, বাগমারার দানগাছী এলাকার জুয়েল রানা (৩৫), দেউলিয়া গ্রামের মুরাদ হোসেন (৩২), চাঁনপাড়ার আলী (৩৫), সোহেল রানা (৩৪), বাছড়া গ্রামের খাঁজা মঈনুদ্দিন (২৮)। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন যানবাহন থেকে তোলা ৩২২০ টাকা, চাঁদা আদায়ের রশিদসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, আটককৃতরা বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার অন্যতম চাঁদাবাজ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাউচারের (রশিদ, টোকেন) মাধ্যমে সিএনজি, ইজিবাইক এবং লেগুনাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছিল। কোন চালক তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি দেখানো ও মারধর এবং গাড়ী ভাংচুর করতো এসব চাঁদাবাজরা।

আটককৃতদের বাগমারা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা রয়েছে।


আরো খবর