যানবাহণে চাঁদাবাজির অভিযযোগ বাগমারা থেকে এ চক্রের মূলহোতাসহ ৫ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাাহী র্যাব-৫ সদর কোম্পানীর একটি দল বাগমারার ভবানীগঞ্জ পৌরসভা চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো, বাগমারার দানগাছী এলাকার জুয়েল রানা (৩৫), দেউলিয়া গ্রামের মুরাদ হোসেন (৩২), চাঁনপাড়ার আলী (৩৫), সোহেল রানা (৩৪), বাছড়া গ্রামের খাঁজা মঈনুদ্দিন (২৮)। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন যানবাহন থেকে তোলা ৩২২০ টাকা, চাঁদা আদায়ের রশিদসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, আটককৃতরা বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার অন্যতম চাঁদাবাজ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাউচারের (রশিদ, টোকেন) মাধ্যমে সিএনজি, ইজিবাইক এবং লেগুনাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছিল। কোন চালক তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি দেখানো ও মারধর এবং গাড়ী ভাংচুর করতো এসব চাঁদাবাজরা।
আটককৃতদের বাগমারা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা রয়েছে।