• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু নগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

বাগমারায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ২৪ মে, ২০২৪

নিহত ইলিয়াস আহমেদ রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের মাঝি গ্রামের মৃত সাজেদুর রহমানের বড় ছেলে।

পূর্ব শত্রুতার জের ধরে এর আগে গত ১৪ মে বিকেলে বাগমারা উপজেলার আমতলী মোড়ে মোটরসাইকেলের গতিরোধ করে পূর্বপরিকল্পনা অনুযায়ী তার ওপর প্রতিপক্ষরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

নিহতের স্বজনদের দাবি, জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে ইলিয়াস আহমেদের ওপর হামলা করা হয়েছে। ওইদিন বিকেলে আমতলী বাজারে যাওয়ার উদ্দেশে বের হলে মোটরসাইকেল গতিরোধ করে তাকে এলোপাথাড়িভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এ হামলার নেতৃত্ব দেন তার ফুফা শ্বশুর আইনুল হকসহ ৭-৮ জন। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত রামেক নিয়ে ভর্তি করা হয়। সেখান টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

রাজশাহীর বাগমারা থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) সোহেব খান জানান, এ হামলার ঘটনায় গত ১৪ মে রাতে থানায় মামলা হয়েছিল। একজনকে এরই মধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার ৬ জন আসামি জামিনে আছে। ওই মামলাটিই এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।


আরো খবর