আগামী ২১ মে আসন্ন দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নাটোরের বাগাতিপাড়ায় আচরনবিধি লংঘন করে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে অতিরিক্ত প্রচারণা ক্যাম্প পরিচালনার দায়ে প্রার্থীর সমর্থক এক আওয়ামীলীগ নেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড সুরাইয়া মমতাজের ভ্রাম্যমান আদালত এই জরিমানা করেন। দন্ডিত সিদ্দিকুর রহমান নির্বাচনে চেয়ারম্যান পদের শালিক প্রতিকের আসলাম উদ্দিনের সমর্থক এবং পাঁকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক। জানা যায়, নির্বাচনী আচরনবিধি লংঘন করে পাঁকা ইউনিয়নের একডালা বাজারে শালিক প্রতীকের পক্ষে অতিরিক্ত প্রচারনা ক্যাম্প স্থাপন করে কার্যক্রম চালান সিদ্দিকুর রহমান।
অভিযান পরিচালনার সময় বিষয়টি নজরে এলে ক্যাম্প পরিচালনার নেতৃত্বে থাকা আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ দিনের কারাভোগের আদেশ দেন ভ্রাম্যমান আদালত। পরে জরিমানা পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয় এবং ওই ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়। এসময় পুলিশের একটি দল তার সঙ্গে ছিলেন। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।