বাগাতিপাড়া প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দূর্ঘটনায় আহতের সাত দিন পর স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাজশাহীর রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের নাম মারিয়াতুল জান্নাত ওরফে সোনালী (১৫)। সে উপজেলার ছোট পাঁকা গ্রামের মতিউল ইসলামের মেয়ে এবং পাঁকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।
স্থানীয়রা জানায়, গত ৮ মার্চ চাচাত ভাইয়ের সাথে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী রাজশাহীর বাঘার আড়ানী বাজারে যাচ্ছিল। পথিমধ্যে মালঞ্চি-আড়ানী সড়কের নাসিরের মোড়ে বিপরীত দিক থেকে আসা অপর এক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোনালী গুরুত্বর আহত হয়। সেখান থেকে উদ্ধার করে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরিবারের লোকজন পরবর্তীতে তাকে মিশন হাসপাতাল ও পরে রয়েল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। স্থানীয় ইউপি মেম্বর আমিনুল ইসলাম মুকুট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।