বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় অজ্ঞাত (৭০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আড়ানী পৌর এলাকার কুশাবড়িয়া গ্রামের বড়াল নদীর ধার থেকে এই লাশ উদ্ধার বাঘা থানার পুলিশ। এ বিষয়ে আড়ানী পৌরসভার কুশাবাড়িয়া গ্রামের কাউন্সিলর রবিউল ইসলাম জানান, অজ্ঞাত এক বৃদ্ধ খালিগায়ে ও চেক কালো রঙের লুঙ্গি পরনে এবং সাদা রঙের একটি ব্যাগ পাশে নিয়ে সন্ধায় বড়াল নদীর ধারে উপর হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বাঘা থানার পুলিশকে জানান। ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ । তার মাথায় কালো লম্বা চুল, মুখে সাদা দাড়ি। এলাকার কোন লোক তার চিনতে পারেনি। এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সন্ধ্যা ৭টায় লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার বয়স ৭০ এর উর্দ্ধে।