রাজশাহীর বাঘায় চুলার আগুনে দুটি রান্না ঘরসহ ১০ সেমিপাঁকা টিনের ঘর ও ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা, পুড়ে গেছে। সেই সাথে আগুনে পুড়ে ৩ ছাগলের মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুর ১২ দিকে উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট পশ্চিমপাড়া গ্রামের মকবুল সরকারের বাড়িতে আগুন লাগার এই ঘটনা ঘটে।
বাঘা ও লালপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ১ ঘন্টার অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। বাঘা ফায়ার সার্ভিসের তথ্যমতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে মালিকের দাবি এর চেয়ে বেশি।
মকবুল হোসেন জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর দল আসার আগে গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রণ করা চেষ্টা করেও পারেনি। তবে আগুন নিয়ন্ত্রণ নেওয়ার আগেই সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে।
বাঘা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার মিজানুর রহমান জানান, চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বাঘা ও লালপুরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। এতে নগদ ৩ লাখ টাকা,২টি রান্না ,৮টি সেমি পাঁকা ঘরসহ ৩টি ছাগল পুড়ে মারা গেছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবি লায়েব উদ্দীন লাভলু ও উপজেলা নির্বাহি কর্মকর্তা তরিকুল ইসলাম পরিদর্শন করেছেন। আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।