আগামী ৮ জন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এ দুই উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা প্রতিক বরাদ্দ পেয়ে মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তবে বাঘা উপজেলায়ে মোটরসাইকেল প্রতিকের প্রার্থী লায়েব উদ্দিন লাভলু তার প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে কর্মী সমর্থকদের মারপিট, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন।
বাঘা উপজেলা চেয়ারম্যান প্রার্থী লায়েব উদ্দিন লাভলু (মোটরসাইকেল প্রতিক) তার প্রতিপক্ষ প্রার্থী রোকনুজ্জামান রিন্টুর (আনারস প্রতিক) বিরুদ্ধে আচারণ বিধিলঙ্ঘন, তার কর্মী সমর্থকদের মারপিটসহ বিভিন্ন অভিযোগে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছেন। আজ শনিবার তিনি একটি অভিযোগ উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে দিয়েছেন।
অভিযোগে উল্রেখ করা হয়- নির্বাচনী প্রচারণার কাজ চলাকালীন সময়ে আনারস প্রতিকের প্রার্থীর কর্মী সমর্থক দ্বারা প্রতিনিয়তই আমি ও আমার কর্মীরা শারিরীকভাবে লাঞ্চিত ও বাধা গ্রস্থ হচ্ছি। ইতিমধ্যে আনারস প্রতিকের প্রার্থী রোকনুজ্জামান রিন্টুর প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে নির্বাচনী আচরণ বিধিলঙ্ঘন করে তার কর্মী সমর্থকরা নির্বাচনী বিভিন্ন এলাকায় আমার মোটরসাইকেল প্রতিকের কর্মী সমর্থকদের প্রচারণা বাধাদান, সাধারণ ভোটারদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো, সংখ্যালঘুদের প্রতি ভয়ভীতি প্রদর্শন, কিছু কিছু এলাকায় ভাড়াটিয়া সন্ত্রাসীদের অবাধে বিচরণ, উচ্চানীমূলক বক্তব্য প্রদানসহ নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।
এছাড়াও আমার মোটরসাইকের প্রতিকের পোষ্টার, ব্যানার, ফেইন ঝুলাতে বাধা দিচ্ছে। মোটরসাইকের প্রতিকের নির্বাচনী অফিস ভাংচুর, প্রিজাইডিং অফিসার-সহকারি প্রিজাইডিং অফিসার-পোলিং অফিসারদের প্রভাবিত চেষ্টা করা হচ্ছে।
তিনি অভিযোগে উল্লেখ করেছেন, এধরনের বিষয়ে থানায় ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট অভিযোগ করা হলেও কোনো প্রকার প্রতিকার পাচ্ছি না।
এসব কারণে বেশ কিছু এলাকায় ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা দিচ্ছে। আনারস প্রতিকের প্রার্থী, কর্মী সমর্থকরা প্রতিনিয়তই একের পর এক নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে। যেহেতু বর্তমান নির্বাচন কমিশনার অবাধ, সুষ্ঠ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে সেহেতু আনারস প্রতিকের প্রার্থী, কর্মী সমর্থকদের এমন কর্মকান্ড অব্যাহত থাকলে আমার কর্মীসহ সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত না হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বিষয়টি খতিয়ে দেখা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে দাবি জানিয়েছেন।
এব্যাপারে আনারস প্রতিকের প্রার্থী রোকনুজ্জামান রিন্টুর সাথে কথা বলা হলে তিনি বলেন, আমার কোনো কর্মী সমর্থকরা লাভলুর কোনো কর্মী সমর্থকদের কোনো ধরনের হয়রানি, প্রচারণায় বাধা দেয়নি। তিনি যে অভিযোগ করেছেন তা সঠিক নয়।