• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু নগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন রাজশাহীতে পুকুর দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবি চাষির রাজশাহীতে কৃষককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: নগরীতে সুপারির ভেতরে ১৪শ পিস ইয়াবা উদ্ধার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

বাঘায় আম সুরক্ষায় মিনি কোল্ড স্টোরেজ

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪

ছোট হিমাগার স্থাপন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প’ এর আওতায় বড় আম উৎপাদনকারী চাষি শফিকুল ইসলামের জমিতে যার নাম ‘মিনি কোল্ড স্টোরেজ’ ।

এর ধারণক্ষমতা ১০ টন। দেশে অস্থিরতা কারণে আম বিক্রি করা অনিশ্চিত হয়ে পড়ে। সেই মিনি কোল্ড স্টোরেজে ৯ টন আম রেখেছিলেন তিনি। গত বুধবার ১৭ দিন পর ওই হিমাগার থেকে আম বের করে দেখা গেল একটি আমের গায়েও কোনো স্পট নেই। এখন সেই আম ভালো দামে বিক্রি করছেন।

রাজশাহীর বাঘা উপজেলার কলিগ্রামে শফিকুল ইসলামের বাড়ি। উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে পাকুড়িয়া বাজারে ‘সাদি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান রয়েছে। তার স্বর্থাধিকারী শফিকুল ইসলাম ও তাঁর ভাই আসাফু উদ দৌলা। উপজেলার বড় আম উৎপাদনকারী চাষি তাঁরা।

এই হিমাগারে প্রথমবারের মতো ৬ জুলাই থেকে আম্রপালি, লকনা, ফজলি, আড়াজাম জাতের ৯ টন আম সংরক্ষণ করেন তারা। প্রকল্পটি চালুর আগে বলা হয়েছিল যেকোনো দুর্যোগে ২০ থেকে ২৫ দিন পর্যন্ত আম সংরক্ষণ করা যাবে।

উপজেলার পাকুড়িয়া বাজারে হিমাগারে রোববার (২৮ জুলাই) গিয়ে দেখা যায়, হিমাগারে রাখা আম বের করে ঢাকায় পাঠানো হয়েছে। আমগুলো যেমন রাখা ছিল, ঠিক তেমনই রয়েছে। সাধারণত ফ্রিজে আম সংরক্ষণ করা হলে ওপরের খোসা জড়ো হয়ে যায়। তেমনটা হয়নি হিমাগারে রাখা আম বলে জানান, আসাফু উদ দৌলা।

এ সময় শফিকুল ইসলাম বলেন, ছোট এই হিমাগারের পাশেই প্যাকেজিং হাউস। হিমাগার থেকে বের করা আম যাচাই-বাছাই করা হচ্ছে এই প্যাকেজিং হাউসের মাধ্যমে। হিমাগারে রাখা আম বের করে বেশ কিছুদিন এই প্যাকেজিং হাউসে রাখা হয়েছে। সেখানে কোনো আম নষ্ট হয়নি জানান তিনি।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প থেকে প্যাকেজিং হাউসটি নির্মাণ করা হয়েছে। সাদি এন্টারপ্রাইজ ২০১৫ সাল থেকে আম রপ্তানি করে আসছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ২০০ টনের বেশি আম ইউরোপে রপ্তানি করেছে। এ বছর রপ্তানি করেছে চার টন আম।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, সাদি এন্টারপ্রাইজ রাজশাহীর একটি বড় আম উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। রপ্তানির সুবিধার্থে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাঁদের জমিতে প্রায় ২৭ লাখ টাকা ব্যায়ে এই হিমাগার তৈরি করে দিয়েছে।


আরো খবর