রাজশাহীর বাঘায় একদিনে তিন গ্রামে আগুনে পুড়ে ২৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার উপজেলার জোতজয়রাম, ঝিনা ও তুলশিপুর গ্রামে পৃথকভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বাজুবাঘা ইউনিনের জোতজয়রাম গ্রামের মুক্তার আলীর, আকবর আলী, মাইনুল, কফির উদ্দিন, ফজলুর রহমান ও মজনু আলীর বসতবাড়িসহ গোডাউন পুড়ে ১৫ লাখ টাকার আসবাবপত্র ও খাদ্যপণ্য পুড়ে ক্ষয় ক্ষতি হয়েছে। তবে এই আগুনের সুত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলশিপুর গ্রামের বিকালে হারুনুর রশিদের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৫টি ঘর ও নগদ ১ লাখ টাকাসহ ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলার আড়ানী ঝিনা সরকার পাড়া গ্রামে সন্ধ্যার আগে আবদুর রাজ্জাকের বাড়ির তিনটি ঘর রান্না ঘরের চুলা থেকে আগুনে পুড়ে গেছে। এতি ক্ষতি হয়েছে ২ লক্ষ টাকা।
উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, একই দিনে আলাদা সময়ে আগুনের ঘটনা ঘটে। যথাসময়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতার জন্য বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।