আগামী ৫ জুন বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থীর একজন উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু গতকাল শুক্রবার উপজেলা পরিষদ নির্বচনে রির্টানিং অফিসার বরাবর তার মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য আবেদন পত্র জমা দিয়েছেন ।
শনিবার (১৮মে) সকালে অপর চেয়ারম্যান প্রার্থী এ্যাড. লায়েব উদ্দিন লাভলু তার সমর্থিত লোকজন নিয়ে বিশাল শোডাউন করেছেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুরুজ্জামানের ভাষ্যমতে একটি পিকঅাপ ভ্যানসহ এক হাজারে অধিক মোটরসাইকেল নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন করেছেন। এর অাগে বাঘার ঐতিহাসিক তেঁতুল তলায় সমাবেশে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী লায়েব উদ্দিন লাভলু ও বাঘা পৌর মেয়র আক্কাছ আলী। এই নির্বাচনকে সামনে রেখে শনিবার (১৮মে) উপজেলার বিভিন্ন এলাকায় মোটর সাইকেল শোডাউন করে মাঠ দাপিয়েছেন তারা।
সমাবেশে প্রার্থী এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু বলেন, আমি আপনাদের ভালবাসায় সিক্ত। আপনাদের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। এ জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদের মাধ্যমে বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান নয়, একজন সেবক হতে চাই।
মিছিল পূর্ব সমাবেশে এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলুর পক্ষে ভোট চেয়ে বক্তব্য রেখেছেন বাঘা পৌর সভার মেয়র ও জেলা আ’লীগের সদস্য আক্কাছ আলী । তিনি বলেন, জয় আমাদের সু-নিশ্চিত। এর প্রমান আজকে জনগণের উপস্থিতি।
তিনি অারো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এই নির্বাচনে কোন দলীয় প্রতীক দেননি। সুতারাং আপনারা কারো কোন অপ্রচারে কান না দিয়ে লাভলু ভাইকে ভোট দিবেন।
প্রার্থী লায়েব উদ্দিনের কর্মী-সমর্থকরা জানান, তাদের প্রার্থী উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়াও সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তার রাজনৈতিক ক্যারিয়ারও স্বচ্ছ ও বহুদিনের। তার ক্লিন ইমেজ আছে এলাকায়। এ কারণে এলাকার মানুষও চাচ্ছেন তাকে।
এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলুর কর্মী-সমর্থকরা জানান, তাদের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান এবং রাজশাহী জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়াও সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তার রাজনৈতিক ক্যারিয়ারও স্বচ্ছ ও বহুদিনের। তার ক্লিন ইমেজ আছে এলাকায়। এ কারণে এলাকার মানুষও চাচ্ছে তাকে।
এ সময় তার শোডাউনে ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি,এবারের নির্বাচনে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোকাদ্দেস ও রিনা বেগম, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান, প্রভাষক সানোয়ার হোসেনসহ কর্মি সমর্থকরা।
সহকারি রির্টানিং অফিসার বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন,চেয়ারম্যান পদে তিন জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাঁদের মধ্যে শহিনুর রহমান পিন্টু মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য আবেদন পত্র জমা দিয়েছেন। অপর দুই প্রার্থী হলেন লায়েব উদ্দিন লাভলু ও রোকনুজ্জামান রিন্টু। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে, প্রতিক বরাদ্দ ২০ মে।