• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

বাঘায় চাইনিজ কুড়াল ও হেরোইনসহ সন্ত্রাসী গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর বাঘায় চাইনিজ কুড়াল ও হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাজশাহী জেলার বাঘা থানার আড়ানী পৌরসভার নুরনগর গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশিক রানা (২৮) উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। র‌্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি অভিযানিক দল আড়ানী পৌরসভার নুরনগর গ্রামে অভিযান চালায়। এসময় রানার নিজ ঘর থেকে ৬শ গ্রাম হেরোইন ও ৪টি দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল)সহ তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা জানায় উদ্ধারকৃত হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে রেখেছিলো। চাইনিজ কুড়াল সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করতো। সেগুলোও বিক্রি করতেন।

র‌্যাব আরো জানায়, আশিক রানা এলাকার শীর্ষ সন্ত্রাসী। এর আগের তার বিরুদ্ধে ৬টি মামলা আছে। তাকে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে।


আরো খবর