“বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০মে ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষিদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন, পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায়,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলাম,উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা চন্দনা আকতার বানু, অফিস সহকারি নিমাই চন্দ্র সরকার প্রমুখ। এই প্রশিক্ষণে ৭০ জন পাটবীজ উৎপাদনকারী চাষি অংশগ্রহন করেন।