• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীর বাসচালক হত্যাকাণ্ডের মূলহোতা নান্টুসহ গ্রেপ্তার দুই অভ্যন্তরীণ অভিবাসীদের অধিকার নিয়ে সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত গোদাগাড়ী স্কুলের এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন রাজশাহীতে ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ রংপুর বিভাগীয় সমিতির সভাপতি ডা. মতিউল, সম্পাদক সাংবাদিক সাজু রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা রাজশাহীতে ৫ রত্নগর্ভা মাকে ও দুই সংগ্রামী নারীকে সম্মাননা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

বাঘায় পৃথক ঘটনায় আগুনে সাতটি ঘর পুড়ে ভস্মিভূত, ক্ষতি ১২ লক্ষ টাকা

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রাজশাহীর বাঘায় আগুনে ৪টি পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র, নগদ টাকাসহ ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় রান্না ঘরের চুলা থেকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলশিপুর গ্রামের হারুনুর রশিদের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাঘা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রন করে।

এ বিষয়ে মনিগ্রাম ইউনিয়নের সাবেক মেম্বর ও তুলশিপুর গ্রামের গ্রামের নজরুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রন করলেও তার আগেই ১টি রান্না ঘর, ৪টি শোয়ার ঘরের আসবাবপত্র, ফ্রিজ, টিভি, ও নগদ ১ টাকাসহ ১০ লক্ষ টাকা মালামাল পুড়ে গেছে।

বাঘা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

অপর দিকে উপজেলার আড়ানী ঝিনা সরকার পাড়া গ্রামে আবদুর রাজ্জাকের বাড়ির তিনটি ঘর আগুনে পুড়ে গেছে। এতি ক্ষতি হয়েছে প্রায় ২ লক্ষ টাকা। বিয়টি নিশ্চিত করেন আড়ানী ইউনিয়ন পরিষদের মেম্বার ও ঝিনা সরকারপাড়া গ্রামের আবুল কালাম।

উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতার জন্য ঘটনা দুটি জেলা প্রশাসককে জানানো হয়েছে।


আরো খবর