• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীর বাসচালক হত্যাকাণ্ডের মূলহোতা নান্টুসহ গ্রেপ্তার দুই অভ্যন্তরীণ অভিবাসীদের অধিকার নিয়ে সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত গোদাগাড়ী স্কুলের এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন রাজশাহীতে ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ রংপুর বিভাগীয় সমিতির সভাপতি ডা. মতিউল, সম্পাদক সাংবাদিক সাজু রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা রাজশাহীতে ৫ রত্নগর্ভা মাকে ও দুই সংগ্রামী নারীকে সম্মাননা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

বাঘায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী নিপনের গণসংযোগ ও মতবিনিময় সভা

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন গণসংযোগ শেষে মতবিনিময় সভা করেন।

সোমবার (২২ এপ্রিল) পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর, কালিদাসখালী, দাদপুর, পলাশিফতেপুর, নিচ পলাশিফতেপুর চরে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে প্রার্থী হিসেবে প্রচারনা করেন। পরে তিনি চকরাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা করেন।

সভায় উপস্থিত ছিলেন চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বাবলু দেওয়ান, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুল আযম, চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, চকরাজাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোকন শিকদার, মেম্বর শহিুল ইসলাম ফজলুর রহমান, সম্ভাব্য প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, ত্রান বিষয়ক সম্পাদক আলিমুল রাজী, আড়ানী পৌর যুব লীগের সভাপতি জুয়েল আলী, আড়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম হাইড্রোজ, সাধারণ সম্পাদক সোহেল রানা, বাউসা যুবলীগের সভাপতি সাইদুর রহমান ভূট্ট, আওয়ামী লীগের নেতা মজবুল হোসেন লাল্টু প্রমুখ।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন বলেন, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যয়ে দীর্ঘদিন থেকে মানুষের পাশে থেকে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র আশীর্বাদে নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করব।


আরো খবর