রাজশাহীর বাঘায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশাদুজ্জামান আসাদ, ইউপি চেয়ারম্যান ডিএম মনোয়ার হোসেন বাবুল দেওয়ান,বীর মুক্তিযোদ্ধা জনাব আলী,নৌ কমান্ড আজিজল আলম উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা সাধারণ সম্পাদক নূরুজ্জামান প্রমুখ।