• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

বাজারের ব্যাগে ৩ কেজি গাঁজা, যুবক গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করছে র‌্যাব। বুধবার দিবগত রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়া থানার পেয়াজীর মোড় এলাকায় অভিযান চালিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলেন মারুফ হোসেন(২২)। তিনি নগরীর রাজপাড়া থানার লক্ষিপুর আইডি বাগানপাড়া এলাকার আঃ ছালামের ছেলে। বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ এর অধিনায় রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল রাজশাহী নগরীর রাজপাড়া থানার পেয়াজীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মারুফকে আটক করে র‌্যাব। এসময় তাকে তল্লাসি করে তার হাতে থাকা বাজার করার ব্যাগের ভিতরে থেকে কসটেপে মোড়ানো ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, মারুফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাহার বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় মাদক মালমা চলমান আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বের হয়েছিলেন বলে জানায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাজপাড়া থানায় হস্তান্তর করা।

 


আরো খবর