বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার দাখিল মাদ্রাসার কৃষি বিষয়ের শিক্ষক এ, এই, এম খাইরুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিনন্টেন্ড মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু।
প্রাক্তন অফিস সহকারি মোঃ মহসিন আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা শিক্ষক আবু বক্কর সিদ্দিক, প্রাক্তন শিক্ষক আব্দুস সামাদ, বর্তমান শিক্ষক গোলাম রব্বানি ও শিক্ষিকা গুলফারহানা প্রমুখ।