নিজস্ব প্রতিবেদক
বীর বিক্রম আব্দুল খালেক এর মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ। আজ (শুক্রবার) দুপুরে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীর চাপালে মরহুম আব্দুল খালেকের কবর জিয়ারত করতে যান। সেখানে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এসময় তার সাথে রাজশাহী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মাহাবুল উল আলম মুক্তি, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা মাহবুব মেম্বার, রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি ফয়সাল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#