• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন রাজশাহীতে ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ রংপুর বিভাগীয় সমিতির সভাপতি ডা. মতিউল, সম্পাদক সাংবাদিক সাজু রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা রাজশাহীতে ৫ রত্নগর্ভা মাকে ও দুই সংগ্রামী নারীকে সম্মাননা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত রাখতে শি-পুতিনের আহ্বান

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পঞ্চম দফায় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর।

আজ বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান তিনি। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে তার সফরসূচি শুরু করেন।

বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট পুতিন নিশ্চিত করেছেন, তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, ইউক্রেন সংকট সমাধানে চীনের প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, এশিয়ার সঙ্গে সহযোগিতা বন্ধ করার সুযোগ নেই, বৈশ্বিক এবং আঞ্চলিক অনেক সমস্যার ক্ষেত্রে রাশিয়া এবং চীনের দৃষ্টিভঙ্গি একই রকম। আমরা উভয়েই স্বাধীন বৈদেশিক নীতি পালন করি। আমরা বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানাই।  খবর বিবিসি।

এর আগে দুই দেশের সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপন করেন শি ও পুতিন। এ উপলক্ষে শি তার বক্তব্যে দুই দেশের মধ্যে ৭৫ বছরের চিরস্থায়ী বন্ধুত্ব এবং সর্বাত্মক সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, বৈরী পরিবেশ সত্ত্বেও এগিয়ে যাওয়ার শক্তিশালী চালিকাশক্তি হয়ে উঠেছে এই বন্ধুত্ব।

আগামীকাল শুক্রবার চীনের ঐতিহাসিক শহর হারবিনে দুটি দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে পুতিনের। সেই সঙ্গে সেখানে একটি বরফ উৎসবেও যোগ দেবেন তিনি। তাছাড়া ১৯৪৬ সালে হারবিনের স্বাধীনতার সময় প্রাণ হারানো সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করবেন পুতিন।


আরো খবর