• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

ভারতে পালানোর সময় আটক রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে তাঁকে আটক করে বিজিবি সদস্যরা। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিজামুল হোদা রাজশাহীর উপ শহর হাউজিং এস্টেটের বাসিন্দা। তার বাবার নাম সাইদুর রহমান। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটনের ঘনিষ্টজন হিসেবে পরিচিত।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি নিজামুল হোদা সোনামসজিদ দিয়ে বাংলাদেশ হতে ভারতে পলায়ন করবেন। পরে বিজিবির একটি টহল দল তাকে আটক করে। এ সময় তার কাছে নগদ ৩ লাখ ৩১ হাজার বাংলাদেশি টাকা পাওয়া যায়। এ ব্যাপারে প্রয়োাজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।


আরো খবর