রাজশাহীতে মডার্ণ বক্সিং ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বক্সিং সমিতির সভাপতি ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
মডার্ণ বক্সিং ক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আজম মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রূপরেখা কিশোর মেলার সভাপতি ইব্রাহিম হায়দার। দোয়া পরিচালনা করেন প্রাক্তন কৃতি বক্সার ফারিজুল ইসলাম।
দোয়া ও ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বক্সিং রেফারি অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আলতাফ হোসেন, জাতীয় রেফারি-জাজ রকিবুল হক তুহিন, প্রাক্তন বক্সার মোহাম্মদ আলী, রাকিবুর রহমান বাবু, ইফতেখার আলম বিশাল, হাসান, কোকিল, শামীম, আরিফ, জনি, সজিবসহ, অভিভাবক ও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।