• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

মহাদেবপুরে কলেজ ছাত্রকে মারপিটের অভিযোগ

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

মহাদেবপুর প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে এক কলেজ ছাত্রকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে। ভুক্তভোগী যুবকের নাম মাফিউল আলম সুজন (১৯)। তিনি উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চাকলা গ্রামের আজাহার আলীর ছেলে ও চাঁন্দাশ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। এ ব্যাপরে গত ১১ মার্চ সোমবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, সরেজমিন তদন্ত করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ সোমবার ভুক্তভোগী মাফিউল আলম সুজন ও তার বন্ধু গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের নম্বরপত্র আনতে গেলে গঙ্গারামপুর গ্রামের গোপালের ছেলে মোন্না (২০), আবুল কালামের ছেলে তপু (২২), সিরাজুল ইসলামের ছেলে সাহাদত হোসেন (২৩) ও জাবেদুল ইসলামের ছেলে শাহারিয়া (২১) মাফিউল আলম সুজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। নিষেধ করলে তারা বাঁশের লাঠি দিয়ে সুজনকে বেদম প্রহার করে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন মৃধা জানান, এ ঘটনার সময় তিনি বিদ্যালয়ে ছিলেন না। সুজনকে বাঁশের লাঠি দিয়ে মারপিটের ঘটনা জানতে পেরে মুঠোফোনে বিষয়টি মহাদেবপুর থানায় জানিয়েছেন। জড়িতদের কঠোর শাস্তির দাবী জানান তিনি।


আরো খবর