নওগাঁর মহাদেবপুরে বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে মহাদেবপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি লিয়াকত আলী বাবলু, সহ সভাপতি ওয়াসীম আলী, সম্পাদক এস. এম আজাদ হোসেন মুরাদ, যুগ্ম সম্পাদক মো. আইনুল হোসেন, সহ সম্পাদক এম আর রাজ, সাংগঠনিক সম্পাদক মো. সুইট হোসেন, দপ্তর সম্পাদক রশিদুল আলম রশিদ, প্রচার সম্পাদক সোহাগ রহমান সুজন, অর্থ সম্পাদক মোকলেছার রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুবুজ্জামান সেতু, কার্য নির্বাহী সদস্য গৌতম কুমার মহন্ত, আব্দুর রশিদ তারেক, এ কে সাজু, সদস্য মিজানুর রহমান মানিক, সামসুল আলম উজ্জল, মো. শাকিল আহমেদ, মো. রফিকুল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, মো. জুয়েল মন্ডল, মো. মেহেদী হাসান, এস এম শামীম হাসান, মো. অহিদুল ইসলাম প্রমূখ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম। এ সময় দেশ, জাতির মঙ্গল কামনা, বিভিন্ন সময়ে সারাদেশে নিহত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা, বিভিন্ন দুর্ঘটনায় আহত ও অসুস্থ সাংবাদিকদের রোগমুক্তি কামরা করে বিশেষ মোনাজাত করা হয়।