গত বছর দুয়েক বল হাতে আশানুরূপ ফল পাচ্ছেন না বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ধারাবাহিকতার অভাবে ভুগছেন ক্যারিয়ারের শুরুতে ব্যাটসম্যানদের ত্রাস হয়ে ওঠা এই টাইগার পেসার।
শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও মুস্তাফিজ নামের প্রতি সুবিচার করতে পারেননি। দর্শকদের অনেকে তার পুরোনো রূপে ফেরা নিয়ে আলোচনায় মেতে উঠেছেন। তবে ফিজের ওপর বিশ্বাস হারাচ্ছেন না সাবেক নির্বাচক হাবিবুল বাশার।
বর্তমানে নারী বিভাগের এই প্রধান আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। এ সময় বাশার মুস্তাফিজকে সত্যিকারের চ্যাম্পিয়ন অ্যাখা দিয়ে বলেন, ‘ফিজ, অবশ্যই হতাশাজনক সবার জন্য। কিন্তু ফিজ এ ট্রু চ্যাম্পিয়ন। সে কিন্তু অনেক বছর ধরে বাংলাদেশের জন্য ভালো খেলছে। বাংলাদেশের ভালো করার জন্যও কিন্তু ফিজের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে আমাদের জন্য ফিজ গুরুত্বপূর্ণ বোলার হবে বলে আমার মনে হয়।’
আসন্ন আইপিএল আসর দিয়ে ফিজের অভিজ্ঞতা আরও বাড়বে বলে বিশ্বাস বাশারের, ‘একটা সিরিজ খারাপ গেছে, তবে এখনও বিশ্বাস সে সাদা বলে আমাদের সেরা বোলারের একজন। সামনে আইপিএল খেলবে সেখানে আরো অভিজ্ঞতা হবে, সেখানে খুব ভালো উইকেটে খেলা হয়। ফিজের সেরা পারফর্মটা দরকার হবে, যদি বাংলাদেশ বিশ্বকাপে ভালো করতে চায়।’
এদিকে টি-টোয়েন্টি সিরিজে বোলারদের রান বিলিয়ে দেওয়া নিয়ে আজ টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘বোলারদের তো সবসময়ই চ্যালেঞ্জ থাকে। এই ব্যাপারটা আমরা কীভাবে মানিয়ে নিচ্ছি এটাই গুরুত্বপূর্ণ। এমন উইকেটে মার খেলে সবার শান্ত থাকাটা জরুরী। আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি যে বোলার ভালো বল করে না। প্রত্যেকের উচিৎ কন্ডিশন বুঝে কথা বলা। কত রান দিলে ডিফেন্ড করতে পারব এটাই ইম্পরট্যান্ট। তাই কোন বোলার কত রান দিল এসব নিয়ে খুব একটা চিন্তিত না। বোলিং ইউনিট হিসেবে আমরা কত ভালো করছি এটাই ইম্পরট্যান্ট।’
তৃতীয় টি-টোয়েন্টি শেষে তো এমন প্রশ্নও উঠেছিল যে, মুস্তাফিজ দলে অটোচয়েজ কি না! যার জবাবে শান্ত বলেছিলেন, ‘এই দলে তো কেউই অটোচয়েজ না। আমি জানি না কারা অটোচয়েজ বানায় বা কিছু। কেউই অটোচয়েজ না। আমার মনে হয় মুস্তাফিজ দলের সবচেয়ে কঠিন ওভারগুলা করে। প্রতি ম্যাচে যে ওভার খুব গুরুত্বপূর্ণ যখন সেট ব্যাটার তখন সে বোলিং করে। স্বাভাবিকভাবে ও রান দিবে। ও কিন্তু উইকেটও নিচ্ছে। হ্যাঁ শুরুটা যেভাবে করেছিল সেখান থেকে একটু উনিশ-বিশ হচ্ছে। তাকে নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। কোনো প্লেয়ারকে নিয়ে আলাদাভাবে চিন্তা করছি না।’