সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবীবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার নগর ভবনে মেয়রের দপ্তরকক্ষে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড রাজশাহীর শাখা ম্যানেজার ফরিদ মোহাম্মদ শামীম। এ সময় উপস্থিত ছিলেন পি.আর.ও হোসেন আলী, পি.আর.ও রবিউল মোবারক হোসেন, সি.এস.ও সিরাজুল ইসলাম, সি.এস.ও মাসুদ রানা তুষার, পি.আর.ও অমিত সেন।
আরো ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার, সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন, সহ-সভাপতি জাহিদ হাসান মিঠু। ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী জলা যুবলীগ সভাপতি আবু সালেহ ও সাধারণ সম্পাদক আলী আযম সেন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছ জানিয়েছেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গাজী, প্রচার সম্পাদক জুলমত, সড়ক সম্পাদক রিংকু কুমার দাশ, কার্যকরী সদস্য সজিব আহম্মেদ ও সুমন আলী।
ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি মোঃ তাজবুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খান, পবা উপজেলার সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক সারোয়ার আলী মানিক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ রানা, রাসেল আহম্মেদ, কাটাখালী পৌর সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক টিপু সুলতান, বাগমারা উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, পারিলা ইউনিয়ন সভাপতি সুজন কবির, সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ, রাজশাহী জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গীস শেলী, বাঘা উপজেলা সভাপতি পাপিয়া আক্তার পাঁপড়ী, পবা উপজেলা সভাপতি হাসিনা আক্তার, সাধারণ সম্পাদক খুশী আক্তার, জেলা পরিষদের সদস্য সাজেদা, চারঘাট পৌরসভা সভাপতি রুপো প্রমুখ।
আরো শুভেচ্ছা জানিয়েছেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের হেড অব স্ট্রেটেজিক বিজনেস এসএম শামসুর রহমান, কর্পোরেট একাউন্ট ম্যানেজার, রাজশাহীর সৈয়দ মোঃ আবু সায়েদ,স্ট্যান্ডার্ড ব্যাংক রাজশাহী শাখার এভিপি ও ম্যানেজার (অপারেশন) গোলাম মোস্তফা, রাজশাহী মহানগরের ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জীবনতরী সমাজকল্যান সংস্থার সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।