• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু নগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন রাজশাহীতে পুকুর দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবি চাষির রাজশাহীতে কৃষককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: নগরীতে সুপারির ভেতরে ১৪শ পিস ইয়াবা উদ্ধার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

মোটরসাইকেল চালকের বয়স ১৪, মারা গেলো গৃহবধূ!

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বড়াইগ্রাম প্রতিনিধি :
বাবা বাড়ি ফেরার পর মোটরসাইকেল নিয়ে বের হয় অন্তর (১৪)। চালনায় এখনও দক্ষ হয়ে ওঠেনি। সড়কে বের হলে তাতে চাপা দেয় সখিনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে। এতে দু’জনই মারাত্মকভাবে আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের মালিপাড়া (শাহপাড়া) এলাকায়। সোমবার দিবাগত রাত ১২টার দিকে মারা যায় ওই গৃহবধূ। নিহত গৃহবধূ ওই এলাকার কছের মন্ডলের স্ত্রী এবং মোটরসাইকেল চালক আহত অন্তর একই এলাকার রফিক মন্ডলের ছেলে।

স্থানীয় কাউন্সিলর আগস্টিন ডি কস্তা জানান, রাত সাড়ে ৮ টার দিকে অন্তর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় এবং বাড়ি সংলগ্ন সড়কে আসা-যাওয়া করছিলো। এ সময় গৃহবধূ সখিনা প্রতিবেশী আত্নীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় অন্তর মোটরসাইকেল সহ তাকে চাপা দেয়। এতে দু’জনই মারাত্নক আহত হলে স্বজনেরা তাদেরকে প্রথমে স্থানীয় বেসরকারী হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে গৃহবধূর মৃত্যু হয়। আহত অন্তরের অবস্থা আশঙ্কাজনক। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শরীফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


আরো খবর