রাজশাহীর মোহনপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা।
এ সময় উপস্থিত ছিলেন, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, মোহনপুর আবাসিক মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামিম, অফিসার ইনর্চাজ (ওসি) হরিদাস মন্ডল, জাহানাবাদ ইউপির চেয়ারম্যান হযরত আলী, রায়ঘাটি ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন, রাজশাহী জেলা ম্যানাজার তৃীদ্বত চন্দ্র গৌড়। আগামী ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ও পবিত্র ঈদুল আযহা কোরবানী হাট অতিরিক্ত টোল আদায় না হয় এবং বাজার তদারকি ও ভেজাল বিরোধ অভিযান মাদকদ্রব্যে আলোচনা করা হয়।
ব্রাক সামাজিক ক্ষমতা আয়োন ও আইনি সুরক্ষা কর্মসুচি বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।