রাজশাহীর মোহনপুরে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ ও তৃতীয় ধাপে সাধারণ নির্বাচন আগামী ২৯ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ ২ মে ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাকিল করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন তারা হলেন,এনামুল হক,আল-মোমিন শাহ গাবরু,আলমগীর মূর্শেদ রঞ্জু,মেহেবুব হাসান রাসেল,আফজাল হোসেন বকুল,পুরুষ ভাই চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন তারা হলেন অধ্যক্ষ গিয়াস উদ্দিন,বিন-বিল্লাহ,খো: মশিউর রহমান,কবির হাসান,আব্দুর রউফ,আজগর আলী,হাবিবুর রহমান মিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাকিল করেন তারা হলেন, রাবিয়া খাতুন শিমা,সানজিদা রহমান,ডলি আক্তার,শ্রীমতি পলি রানী,হাবিবা বেগম। আগামী ৫ এ মে প্রার্থিদের যাচাই-বাছাই,আপিল ৬ তারিখ,আপিল নিষ্পত্তি ৯ তারিখ,প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ই মে,প্রতীক বরাদ্দ ১৩ই মে তারিখ।