• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কৃষককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: নগরীতে সুপারির ভেতরে ১৪শ পিস ইয়াবা উদ্ধার রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাজু, সম্পাদক অপু সাগর-রুনি হত্যার বিচারের বাধা কেটে গেছে: স্থানীয় সরকার উপদেষ্টা আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না: খায়রুল কবির যুক্তরাষ্ট্র-কানাডা সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জুলাই-আগস্টে নিহত পুলিশের সংখ্যা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে ক্লাসে শৃঙ্খলাভঙ্গ: সারদায় প্রশিক্ষণরত ৫৯ এসআইকে শোকজ গোলটেবিল বৈঠক-রাজশাহী যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কমায় উচ্চ রক্তচাপ ঝুঁকি: ওয়েবিনারে বক্তারা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

মোহনপুরে বাড়িতে হামলা-ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

রাজশাহীর মোহনপুর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে বাড়িতে হামলা চালিয়ে বাড়ির জিনিসপত্র ভাংচুর, মারপিটের পর নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ উঠেছে। এমন ঘটনা ঘটছে উপজেলার মৌপাড়া মিরপাড়া গ্রামে।

এ ঘটনায় বাড়ির মালিক জয়েন মোল্লা বাদি হয়ে নারী-পুরুষসহ ১৩ জনকে আসামি করে রাজশাহী বিজ্ঞ মোহনপুর থানার আমলী আদালতে মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার  মৌগাছি ইউনিয়নের মৌপাড়া মিরপাড়া গ্রামের উক্ত  মামলার পাঁচ নম্বর আসামি জয়নাল হোসেনের বাবা আব্দুল জলিল সরদারের  কাছে গ্রাম্য সমিতির পাওনাকৃত ৫০ হাজার টাকা চান জয়লান মোল্লা। টাকা চাওয়াকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের গত ২৬ মার্চ বিকেল সাড়ে ৫ টার সময় মৌপাড়া মিরপাড়া গ্রামের রুবেল সরদার, হাসান সরদার, হৃদয় হোসেন, মাসুম হোসেন, জয়লাল হোসেন, নাদিম হোসেন, মো: আলি, জাহিদ হোসেন, পলক হোসেন, শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, আলেয়া বেগম ও মর্জিনা বেগম মিলে হাতে ধারালো হাঁসুয়া, লোহাড় রড, শাবল, হাতুড়ি, বাঁশে লাঠি, দা নিয়ে একই গ্রামের জয়নাল মোল্লার বাড়িতে হামলা চালায়।

হামলাকারিরা বাড়ির মেইন গেটের দরজা,শয়ন কক্ষের দরজা, জালনা, টিন ভাংচুর করতে থাকে। ওই সময় বাঁধা দিতে গেলে হমলাকারিরা জয়লান মোল্লা ছেলে আজিজুল ইসলামকে ব্যাপক মারপিট করে আহত করে। হামকারিরা নগদ ১ লাখ ২০ হাজার টাকা, ১৩ আনা ওজনের স্বর্ণের গহনা চুরি  করে নিয়ে যায়। এ সময় তারা বাড়িঘরে ভাঙচুর চালায়।’

মোহনপুর থানায় ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত জয়লান মোল্লাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং ছেলে আজিজুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
মামলার বাদি জয়েন মোল্লা বলেন, আদালতে মামলা দায়ের পর থেকে তিনি তার পরিবার পরিজন নিয়ে চরম  আতংকের মধ্যে রয়েছেন।


আরো খবর