একেবারে অপ্রচলিত ও অচেনা খেলা জুজুৎসু। অনেকটা কারাতের মতো খেলাটি হঠাৎ করে ক্রীড়াঙ্গনে নেতিবাচক আলোচনায়। সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে দুই নারী খেলোয়াড় জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছিলেন। সেই চিঠি আমলে নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুলু বিলকিস বানুকে আহ্বায়ক, জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা কবিরুল হাসানকে সদস্য সচিব ও উপ পরিচালক (ঢাকা) সৈয়দা তসলিমা আক্তারকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে আজ। জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন আজই এই কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।
কমিটি গঠন হওয়ার পরদিন আগামীকাল থেকেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। আগামীকাল প্রথমেই অভিযোগকারী দুই জুজুৎসু খেলোয়াড় রুমি আক্তার ও রিক্তা খাতুনকে তদন্ত কমিটি ডেকেছে। জাতীয় ক্রীড়া পরিষদে আগামীকাল তদন্ত কমিটি এই দুই জনের কাছ থেকে নানা বিষয় শুনবে। এরপর পর্যায় ক্রমে অভিযুক্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন ও আরও সংশ্লিষ্টদেরও জেরা করবে তদন্ত কমিটি।
জনপ্রিয় ও প্রচলতি খেলার বাইরের আড়ালে রাজনৈতিক পরিচয়ে ও নানা প্রভাবে নিত্য-নতুন বা উদ্ভাবিত খেলাকে অনুমোদন দিতে বাধ্য হয় জাতীয় ক্রীড়া পরিষদ। ২০১৮ সালে সেভাবেই জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন পায় জুজুৎসু। কার্যক্রমের গতিশীলতা ও পারফরম্যান্সের মাধ্যমে অনেক এসোসিয়েশন ফেডারেশনে উন্নীত হয়েছে। জুজুৎসু সেই আড়ালেই রয়েছে। সাম্প্রতিক সময়ে যৌন নির্যাতনের ঘটনায় আলোচনার সৃষ্টি হয়েছে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কয়েক বছর পরপর যৌন নির্যাতন-ধর্ষণের অভিযোগ উঠে। অনেক সময় কাউকে ফাসানোর পরিকল্পনা অথবা অন্য উদ্দেশ্য হাছিলের হাতিয়ার হিসেবেও এমন অভিযোগ উত্থাপিত হয়। আবার কিছু ক্ষেত্রে ভুক্তভোগীরা সঠিক তদন্তের অভাবে প্রকৃত বিচার না পেয়ে ক্রীড়াঙ্গনও ছেড়ে যায়। জুজুৎসুর ক্ষেত্রে কি হয় সেটাই দেখার বিষয়।