নিজস্ব প্রতিবেদক
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) উর্দ্ধতন কর্মকর্তা আনোয়ার হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে রাকাবের প্রধান কার্যালয়ে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উর্দ্ধতন কর্মকর্তা আনোয়ার হোসেন বুধবার অবসরকালীন ছুটিতে যান। শেষ দিনে তাকে বিদায়ী সম্মাননা দেয়া হয়। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাকাবের উপ মহাব্যবস্থাপক মিজানুর রহমান। বক্তব্য রাখেন সহকারী মহাব্যবস্থাপক নুরুন্নবী আনোয়ার, কর্মকর্তা মো: রাকিব, কম্পিউটার অপারেটর সাহিদ হাসান প্রমুখ। অনুষ্ঠানে সাধারণ সেবা বিভাগের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।