• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু নগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

রাজনীতিতে পোকা মাকড়ের মতো কিছু মানুষের আবির্ভাব হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

বাঘা প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, রাজনীতিতে পোকা মাড়কের মতো কিছু মানুষের আবির্ভাব হয়েছে । পোকা মাকড় যেমন সুযোগ পেলে ফসল নষ্ট করে দেয়। তেমনি পোকা মাড়কের উৎপাত থেকে সাবধানে থাকতে হবে। সরকারের বিরুদ্ধে কিছু মৌসুম ভিত্তিক মানুষ জনগণকে বিভান্তি করছে। ওই সকল মিথ্যাচারদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। সুযোগ পেলে তারাও সুন্দর পরিবেশ নষ্ট করে দিবে। প্রায় ১৫ বছর থেকে বাঘা-চারঘাটের মানুষের পাশে থেকে এলাকায় যথেষ্ট উন্নয়ন করা হয়েছে।

শনিবার দুপুরে ৮৫ লক্ষ টাকা ব্যয়ে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি কেতাব উদ্দিন। বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাউসা ইউনিয়নের আড়পাড়া ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অরুণ কুমার, প্রধান শিক্ষক আজিজুর রহমান, বাউসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষের মধ্যে সততা থাকতে হবে। সততা থাকলে কেউ পরাজিত করতে পারবে না। যেমন মাননীয় প্রধানমন্ত্রী সততার সাথে কাজ করছেন। তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। এ দেশ বিশে^র কাছে স্মার্ট বাংলাদেশ হিসেবে পরিচিত হবেই। সারা বিশে^র

কাছে বাংলাদেশ আজ সুপিরিচিতি লাভ করেছে।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, জেলা মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়জয়ন্তী সরকার মালতি, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব।

 

 


আরো খবর