• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

রাজশাহীতে আলুর দুই আড়তদারকে জরিমানা

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে কোল্ডস্টোরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দুজন আড়তদারকে জরিমানা করা হয়। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর বায়া বাজারের হিমালয় কোল্ড স্টোরেজে অভিযান চালায়। এসময় দুই আড়তদারকে আলু বিক্রির রশিদ না থাকায় আট হাজার টাকা জরিমানা করা হয়। স্টোরেজের মুকুল আড়তদারকে ৫ হাজার ও হযরত আড়তদারকে ৩ হাজার করে মোট আট হাজার টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় পাইকারি আলু ব্যবসায়ীরা দাবি করেন, কয়েক হাত বদলে মূলত আলুর দাম বাড়ে। বিশেষ করে খুচরা ব্যবসায়ীরাই অধিক মুনাফার আশায় বাজার বৃদ্ধি করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে রাজশাহী বিভাগীয় উপ পরিচালক জাহাঙ্গীর আলম জানান, সাধারণ ভোক্তার অধিকার নিশ্চিতে এই অভিযান অব্যাহত থাকবে।


আরো খবর