নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রেসকিউ প্রকল্পের ডাটা ভ্যালিটেশন ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরীর এসকেএফ রেস্তোরার হলরুমে আয়োজিত ওয়ার্কসপে প্রকল্পের সংশ্লিষ্ট বিভিন্ন সিডিসির প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যগণ অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিও-রেসকিউ প্রকল্পের ফোকাল পার্সন ও রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমান। প্রকল্পের সার্বিক কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন ইসডিওর হেড ও প্ল্যানিং মোঃ মশিউর রহমান, বিআরআইডির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু শাহীন প্রকল্পের মূল্যায়ণ প্রতিবেদন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক এটিএম গোলাম মাহাবুব, মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক শবনম শিরিন।
সভাপতির বক্তব্যে আজিজুর রহমান বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। সবুজ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর নগরী রূপে রাজশাহীকে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় নগরীতে নানা প্রকল্প বাস্তবায়িত হচেছ। রাজশাহী মহানগরীর সার্বিক স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে অত্যাধুনিক মানের পাবলিক টয়লেট নির্মাণ ও পরিচালনা করা হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোগে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। রাজশাহীতে এই প্রকল্পটি ১২ জুলাই ২০২২ শুরু হয়ে আগামী ৩১ মার্চ শেষ হচ্ছে। আগামীতে এটি আরও বৃহত্তর পরিসরে বাস্তবায়িত হবে বলে আশা করেন প্রকল্প সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসডিও রেসকিউ প্রকল্প ট্রেইনার কাম এমএন্ডই অফিসার শুক্লা মুখার্জ্জী। রাসিকের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সেয়দ মাহমুদুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা জুবায়ের হোসেন মুন, সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক, ইএসডিও-রেসকিউ প্রকল্প সমন্বয়কারী তাসবীর আহমদ খাঁন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মারুফ হাসানসহ প্রকল্পের ইএসডিও প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।