কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের রয়েছে গৌরবময় ইতিহাস। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত রাজশাহী পৌরসভা থেকে ১৯৯১ সালে সিটি কর্পোরেশনে রূপান্তর। ২০০৮ সালে প্রথম মেয়াদে মেয়রের দায়িত্ব গ্রহণের পর নানাভাবে পিছিয়ে থাকা রাজশাহীকে ঢেলে সাজাতে সকল শ্রেণি পেশার মতামত গ্রহণ করি। সেই মতামতের ভিত্তিতে এ নগরীকে সাজিয়ে তুলি। প্রথমে পরিচ্ছন্নতার বিষয়টি অগ্রাধিকার দিয়ে রাত্রিকালীন আবর্জনা অপসারণ কার্যক্রম বাস্তবায়ন করি। এরই মধ্যে দিয়ে এ নগরী পরিচ্ছন্ন নগরী হিসেবে খ্যাতি লাভ করে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব দেশের দক্ষিণাঞ্চলে এক রকম প্রভাব আর এ অঞ্চলের প্রভাব অন্যরকম। দক্ষিণের জেলাগুলোতে জলচ্ছ্বাস, সুনামী, ঘূর্ণিঝড় হচ্ছে আর এ অঞ্চলে শীতের সময় তীব্র শীত আর গ্রীষ্মকালে তীব্র গরম, অতিবৃষ্টি ও অনাবৃষ্টি উভয় প্রকট। আমাদের করণীয় অনেক কাজ আছে। উত্তরাঞ্চল কৃষি প্রধান এলাকা শস্য ভান্ডার খ্যাত অঞ্চলকে আরো উপরে নিয়ে যেতে চাই।
উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজেড বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সিটি কর্পোরেশন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞ, দক্ষ, যোগ্য করে গড়ে তোলে। এ ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আগামীতে জিআইজেড কাজের পরিধি আরও বৃদ্ধি পাবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আলী আকতার হোসেন, জিআইজেড বাংলাদেশ ক্লাস্টার সমন্বয়কারী ডা. এ.এস ডানা দেলা ফন্টেইন, সম্মানিত অতিথি ছিলেন এলজিইডি রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী কেএম জুলফিকার আলী। স্বাগত বক্তব্য দেন জিআইজেড বাংলাদেশ ইনক্লুড প্রকল্প প্রধান এম. মাহমুদুর রহমান। কর্মশালায় আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান, চারঘাট পৌরসভার মেয়র মোঃ একরামুল হক, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, গাইবান্ধা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আরশাদ উদ্দিন। রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম বিষয়ে তথ্য চিত্র উপস্থাপন করেন রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।
জলবায়ু-স্মার্ট নগর উন্নয়নের উদ্ভাবন সরকারি স্টেক হোল্ডারদের সাথে প্রকল্প পরিকল্পনা কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, রাজশাহী সিটি কর্পোরেমন পৌরসভা চাঁপাইনবাবগঞ্জ, চারঘাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ পৌরসভার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বাংলাদেশের দ্রুত নগরায়নের ল্যান্ডস্কেপে উদ্ভাবনী পন্থা বিবেচনা করে জলবায়ু-স্মার্ট নগর উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।#