• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

রাজশাহীতে এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ মে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার এই নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এতে শুধু গোদাগাড়ী উপজেলার এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাঁর কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এতে গোদাগাড়ী উপজেলার চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমানের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছে। অন্য সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।

গোদাগাড়ীতে এখন চেয়ারম্যান পদে পাঁচজন বৈধ প্রার্থী থাকলেন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম; আরেক যুবলীগ নেতা ও দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, আওয়ামী লীগ নেতা রবিউল আলম, সাবেক কাস্টমস কর্মকর্তা সুনন্দন দাস ও বিএনপি নেতা সাজেদুর রহমান খান মার্কনী।

তানোরে চেয়ারম্যান পদে দুজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। দুজনেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা লুৎফর হায়দার রশীদ ময়না ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন। তানোরে ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সবার মনোনয়নপত্র বৈধ হয়েছে। এছাড়া গোদাগাড়ীতে ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। তাদেরও মনোনয়নপত্র বৈধ হয়েছে।#

 


আরো খবর