রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলুর ছেলের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় একটি মাইক্রো বাসেও ভাংচুর চালানো হয়।
মঙ্গলবার (২৮ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দামকুড়া হাট এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রার্থীর ছেলে আরজু আহম্মেদ লেমন (২৫) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসময় আরও দুই নির্বাচনী কর্মী আহত হয়েছেন।
এ ব্যাপারে রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘আনারস প্রতীকের প্রার্থী ফারুক হোসেন ডাবলুর ছেলে মাইক্রো নিয়ে যাওয়ার সময় দামকুড়া বাজারে হামলা চালিয়েছিল। তারা আহত হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। একটা খসড়া অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।