• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

রাজশাহীতে নবীন ভোটার ২ লাখ ৩৬ হাজার

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনে পাঁচ বছরে ভোটার বেড়েছে ২ লাখ ৩৬ হাজার ২২ জন। এবার মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৭৭ হাজার ৭৬১ জন। যা গত একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮-তে ছিল ১৯ লাখ ৪১ হাজার ৭৩৯ জন। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। অর্থাৎ এবারই প্রথম ভোট দেয়ার সুযোগ পাবেন ২ লাখ ৩৬ হাজার ২২ জন ভোটার।

দফতরটির তথ্যমতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলায় মোট নারী ভোটার রয়েছেন ১০ লাখ ৯২ হাজার ৯৫০ জন এবং পুরুষ ভোটার রয়েছেন ১০ লাখ ৮৪ হাজার ৭৯৩ জন। নারী ভোটারদের চেয়ে এবার পুরুষ ভোটার সংখ্যা কম। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৮ জন। সম্ভাব্য মোট ৪ হাজার ৯৪৮টি ভোট কেন্দ্রে এ অঞ্চলের ৬টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

এদিকে, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামী ১৭ ডিসেম্বর প্রত্যাহার ও ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দ পেলে প্রচারণায় নামবেন প্রার্থীরা।


আরো খবর