রাজশাহীর পবা নতুনপাড়া এলাকা থেকে নিখোঁজ সেই আদিবাসী নারীকে উদ্ধার করেছে পুলিশ। রাজশাহী নগরীর শাহমখদুম থানা পুলিশ বাগমারা থেকে তাকে উদ্ধার করেছে।
উদ্ধারকৃত নারী সাগরী (৩৪)। রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার শম্ভুর মেয়ে।
নগর পুলিশ জানায়, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার শম্ভুর মেয়ে আদিবাসী সাগরী পবা নতুনপাড়া বনলতা আবাসিক এলাকার একটি বাড়িতে কাজ করতেন। গত ১৩ মার্চ বিকেল ৪ টায় কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসলে তার মা শাহমখদুম থানায় একটি নিখোঁজ জিডি করেন।
উক্ত জিডির পরিপ্রেক্ষিতে শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর তত্ত্বাবধানে শাহমখদুম থানা পুলিশের একটি টিম নিখোঁজ সাগরীকে উদ্ধারে অভিযান শুরু করেন। থানা পুলিশ সাগরীর কোনো সন্ধান না পাওয়ায় আদিবাসী সম্প্রদায়ের প্রধান আদিবাসীদের নিয়ে তার পরিবার একাধিকবার বোয়ালিয়া থানাধীন জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধন করে। যা জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
খোঁজাখুঁজির এক পর্যায়ে শাহমখদুম থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে , সাগরী রাজশাহী জেলার বাগমারা থানাধীন বীরসনি গ্রামের শ্রী সুনিল চন্দ্র সীলের বাড়িতে আছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের দল গত ১ এপ্রিল রাত সাড়ে ৮ টায় হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ফোর্সের সহায়তায় সুনিল চন্দ্র সীলের বাড়ি থেকে সাগরীকে উদ্ধার করে।